ফিলিস্তিনের গাজায় এখন বাঁধভাঙা উল্লাস। দীর্ঘ ২ বছরের ইসরাইলী বর্বরতার পর এলো যুদ্ধ বিরতি চুক্তির ঘোষণা। স্থানীয় সময় গত বুধবার রাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধবিরতি চুক্তির ঘোষণা দেন। ফিলিস্তিনের গাজায় এখন বাঁধভাঙা উল্লাস। দীর্ঘ ২ বছরের ইসরাইলী বর্বরতার পর এলো যুদ্ধ বিরতি চুক্তির ঘোষণা। স্থানীয় সময় গত বুধবার রাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধবিরতি চুক্তির ঘোষণা দেন। গাজায় ইসরাইলি আগ্রাসনের দুই বছরে আর্থিক ক্ষতি ৬৮০০ কোটি ডলার, নিহত ৬৭ হাজার ও আহত কয়েক লাখ ফিলিস্তিনি। ইসরাইল এবং ফিলিস্তিনের গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী রাজনৈতিক দল হামাস যুদ্ধবিরতি প্রস্তাব সংক্রান্ত চুক্তিতে স্বাক্ষর করে। ফলে রাতেই আনন্দ মিছিল বের করেন গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসের বাসিন্দারা। কিশোর তরুণরা বাঁশি-খঞ্জনি-ড্রাম বাজিয়ে, নেচে গেয়ে উল্লাস শুরু করেন। অন্যদিকে ইসরায়েলের তেলআবিব শহর থেকেও পাওয়া...