ব্রাজিলের অভিজ্ঞ মিডফিল্ডার কাসেমিরো আবারও জাতীয় দলের অধিনায়কের দায়িত্ব নিতে যাচ্ছেন। আগামী শুক্রবার দক্ষিণ কোরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে ব্রাজিলের হয়ে ১৭তমবারের মতো নেতৃত্ব দেবেন ম্যানচেস্টার ইউনাইটেডের এই তারকা খেলোয়াড়। দুই বছরের বিরতির পর এই দায়িত্বে ফিরছেন ৩৩ বছর বয়সী কাসেমিরো। সর্বশেষ ২০২৩ সালের অক্টোবর মাসে উরুগুয়ের বিপক্ষে ম্যাচে তাকে নেতৃত্বে দেখা গিয়েছিল। নতুন কোচ কার্লো আনচেলত্তি, যিনি দীর্ঘদিন রিয়াল মাদ্রিদে কাসেমিরোর কোচ ছিলেন, তার ওপর পূর্ণ আস্থা রেখে আবারও নেতৃত্বের দায়িত্ব দিয়েছেন। প্রেস কনফারেন্সে কাসেমিরো বলেন, ‘আমি বিশ্বাস করি দলে একাধিক নেতা থাকে, এবং প্রত্যেকে নিজের মতো করে নেতৃত্ব দেয়। আমি সাধারণত উদাহরণ দিয়ে নেতৃত্ব দিতে পছন্দ করি—কীভাবে কাজ করতে হয়, কীভাবে অনুশীলন করতে হয়, এসব দেখিয়ে তরুণদের শেখাই।’ রিয়াল মাদ্রিদে দীর্ঘ সময় আনচেলত্তির অধীনে খেলার অভিজ্ঞতা তার এই নতুন...