জন্ডিস বহুল আলোচিত স্বাস্থ্য সমস্যা। জন্ডিস কোনো রোগ নয়, বরং এটি একটি লক্ষণ। রক্তে বিলিরুবিন নামক রাসায়নিক পদার্থ অস্বাভাবিকভাবে বেড়ে গেলে চোখ, ত্বক ও প্রস্রাবের রঙ হলুদ হয়ে যায়। এ অবস্থার পেছনে নানান কারণ থাকতে পারে। হেপাটাইটিস এ ও ই : দূষিত খাবার ও পানির মাধ্যমে ছড়ায়। সাধারণত তীব্র সংক্রমণ হয়, তবে বেশিরভাগ রোগী ধীরে ধীরে সুস্থ হন। হেপাটাইটিস বি ও সি : রক্ত ও শরীরের তরলের মাধ্যমে ছড়ায়। অনেক সময় দীর্ঘস্থায়ী সংক্রমণ হয়ে সিরোসিস বা লিভার ক্যানসারের ঝুঁকি বাড়ায়। পিত্তনালির বাধা : পিত্তথলির পাথর, টিউমার বা ক্যানসারের কারণে পিত্ত বের হতে না পারলে জন্ডিস দেখা দেয়। এ ধরনের জন্ডিসে প্রায়ই তীব্র পেটব্যথা, জ্বর ও চুলকানি থাকে। লিভারের দীর্ঘমেয়াদি রোগ : অ্যালকোহলজনিত লিভার ডিজিজ, ফ্যাটি লিভার ডিজিজ, সিরোসিস ইত্যাদি কারণে...