ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে মিন্দানাও দ্বীপপুঞ্জে ৭ দশমিক ৬ এবং ৭ দশমিক ২ মাত্রার শক্তিশালী দুটি ভূমিকম্প আঘাত হানার পর সুনামি সতর্কতা জারি করেছে দেশটির কর্তৃপক্ষ। সিসমোলোজি এজেন্সি আশঙ্কা করছে এই ভূমিকম্পের কারণে যে সুনামি আঘাত হানতে পারে তা বেশ ধ্বংসাত্মক হতে পারে। এদিকে, ইন্দোনেশিয়ার কর্তৃপক্ষ জনগণকে শান্ত থাকার এবং যাচাই করা হয়নি এমন তথ্য ছড়ানো বা বিশ্বাস করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। ইন্দোনেশিয়ার মেট্রোলজি, ক্লাইমেটলজি অ্যান্ড জিওফিজিক্স এজেন্সি এক বিবৃতিতে বলেছে— ভূমিকম্পের কারণে ফাটল ধরা বা ক্ষতিগ্রস্ত ভবন থেকে দূরে থাকুন, পুনরায় বাড়িতে প্রবেশের আগে আপনার ঘরটি কাঠামোগতভাবে নিরাপদ আছে কি না এবং ভূমিকম্পের কারণে কোনো ক্ষতি হয়েছে কি না, তা পরীক্ষা করে নিশ্চিত হোন।সংস্থাটি আরও জানিয়েছে, এ পর্যন্ত তারা ক্ষয়ক্ষতির কোনো খবর পায়নি। ফিলিপাইনে প্রাকৃতিক দুর্যোগের ঘনঘটাফিলিপাইন এখনও সাম্প্রতিক...