সাবেক আইজিপি একেএম শহীদুল হক অবসরে যাওয়ার পর ‘পুলিশ জীবনের স্মৃতি’ নামে একটি বই লেখেন। ওই বইয়ে তিনি লিখেছেন, ‘২০১৭ সালের ১৫ আগস্ট পান্থপথে ডিএমপির সিটিটিসির জঙ্গি অভিযানের পরদিন গণভবনে প্রধানমন্ত্রীর (শেখ হাসিনা) সঙ্গে দেখা করি। আমাকে দেখে তিনি বললেন, এত কাছাকাছি জঙ্গি এনে অপারেশনের নাটক না করলেই পারতে।’ র্যাবও প্রধানমন্ত্রীর কার্যালয়ের ৭০০ গজ দূরে নাখালপাড়ায় জঙ্গি নাটকের নাম করে কথিত বন্দুকযুদ্ধে তিন তরুণকে হত্যা করে। আওয়ামী আমলে জঙ্গি অভিযানের নামে এ ধরনের নাটক প্রায়ই চলত, যার কারণে পুলিশের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। জঙ্গি নাটক করার কারণে যে কালি পুলিশের গায়ে লেগেছে, তা মুছতে চায় বাহিনীটি। আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা যায়, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম ও ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) বিরুদ্ধে গত ৯ বছরে দেশের বিভিন্ন জেলায় ৫৩টির মতো...