বাংলাদেশের স্বাধীনতার অর্ধশতকের বেশি সময় অতিবাহিত হয়ে গেছে। কিন্তু পার্বত্য চট্টগ্রাম এখনো রয়ে গেছে রাজনৈতিক ও ভৌগোলিকভাবে স্পর্শকাতর এক জনপদ হিসেবে। এ অঞ্চল ঘিরে যে সংকট, তা শুধু ইতিহাসের নয়, এটি বর্তমানের ও বাস্তবতা। বিচ্ছিন্নতাবাদ, সশস্ত্র সন্ত্রাস, চাঁদাবাজি, খুন, অপহরণ সবই এখানে ঘটেছে এবং এখনো ঘটছে। বাঙালি-পাহাড়ি বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে বিশ্বাস-অবিশ্বাসের দোলাচল এক জটিল, অস্থির এবং সন্দেহপ্রবণ পরিস্থিতি তৈরি করে রেখেছে। দীর্ঘদিনের পারস্পরিক অবিশ্বাস, রাজনৈতিক উত্তেজনা এবং অতীতের সংঘাত এমন এক বাস্তবতা দাঁড় করিয়েছে, যেখানে একটি ছোট ঘটনাও বড় দাঙ্গায় রূপ নিতে পারে। আমরা দেখতে পাই ধর্ষণ, খুন, অপহরণ, ভূমিবিরোধ কিংবা সামাজিক অপরাধ সবকিছুর প্রতিবাদ শেষ পর্যন্ত গিয়ে দাঁড়ায় একটি জায়গায়—‘পাহাড় থেকে সেনা হটাও’। কারণ, এসব পরিকল্পনার বাস্তবায়নে সবচেয়ে বড় বাধা হিসেবে দেখা হয় সেনাবাহিনীর উপস্থিতি। তাই সেনাবাহিনীকে পাহাড় থেকে...