জলেস্থলে আমাদের চারপাশে যা কিছু আছে, সবই পরিবেশের অংশ। পরিবেশ বাদ দিয়ে আমাদের অস্তিত্ব কল্পনা করা যায় না।পরিবেশ ভালো থাকলে আমরা ভালো থাকি। পরিবেশের বিপর্যয় ঘটলে আমাদের জীবনও সংকটের ভিতর পড়ে। তাই পরিবেশ যেন ভালো থাকে, সেদিকে আমাদের বিশেষ দৃষ্টি রাখা উচিত। দুঃখের বিষয় হলো, আমাদের অবহেলা এবং অসচেতনার কারণে প্রতিনিয়ত পরিবেশ দূষিত হচ্ছে, হুমকির মধ্যে পড়ছে। এর দায় আমাদের। এ মর্মে মহান আল্লাহ বলেছেন, মানুষের কৃতকর্মের কারণে স্থলে ও সমুদ্রে বিপর্যয় ছড়িয়ে পড়ে (সুরা রুম)। রাস্তা আমাদের পরিবেশের অংশ। প্রতিদিনই আমাদের রাস্তা ব্যবহার করতে হয়। রাস্তা সুন্দর ও পরিচ্ছন্ন রাখা আমাদের নৈতিক দায়িত্ব ও ইমানি কর্তব্য। রসুল (সা.) বলেছেন, ইমানের সত্তরের অধিক শাখা রয়েছে। তার মধ্যে সর্বনিম্ন শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে ফেলা (মুসলিম)। আল্লাহর কালাম এবং...