বিবিসির সঙ্গে দেওয়া সাক্ষাৎকার প্রকাশিত হওয়ার পর প্রশংসায় ভাসছেন তারেক রহমান। অতীতে যারা বিএনপির এই নেতার ধ্যানধারণা সম্পর্কে নেতিবাচক মনোভাব পোষণ করতেন তাদেরও অনেকে মনে হয় কিছুটা থমকালেন? তারা আপনমনে প্রশ্নবিদ্ধ হচ্ছেন, এই কি সেই তরুণ তারেক রহমান; বাংলাদেশের বাতাসে ভাসমান বদনামের অন্ত ছিল না যাঁর! সুশীলের চায়ের টেবিলে, দলকানা সাংবাদিকের আড্ডায়, এমনকি গ্রামের চায়ের টং দোকানেও তারেক রহমান ও হাওয়া ভবন নিয়ে শোনা গেছে মুখরোচক নানান গল্পকাহিনি। ওয়ান-ইলেভেনে ভয়ংকর একটি সরকার ক্ষমতা দখল করে নেওয়ার পর বদনামের বাতাস তীব্র গতি লাভ করেছিল। মাইনাস টু ফর্মুলার বাস্তবায়ন ও পরিবারতন্ত্র অবসানের নাম করে গোয়েবলসীয় কায়দায় হাওয়া ভবনের ওপর ফোকাস করা হয়েছিল। টেলিভিশনের টক শোর টকারদের অনেকে দুর্নীতিবিরোধী সাধু-সন্ত কিংবা সংস্কারবাদী হয়ে গিয়েছিলেন। তথ্যের প্রবাহ ছিল; তবে সেটা ছিল একমুখী- ফ্রম দ্য...