লক্ষ্মীপুরের রামগঞ্জে ব্যবসায়ীর স্ত্রী ও কলেজপড়ুয়া মেয়েকে গলা কেটে হত্যা করেছে সন্ত্রাসীরা। তারা ঘর থেকে ৩০ ভরি স্বর্ণালংকার লুট করেছে বলে জানিয়েছেন নিহতের এক আত্মীয়। বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাতে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের পশ্চিম শ্রীরামপুর গ্রামে হত্যাকাণ্ডের শিকার হন তারা।আরো পড়ুন:খুলনায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যাখুলনায় যুবককে অপহরণ: ৩ জন গ্রেপ্তার নিহতরা হলেন- রামগঞ্জের সোনাপুর বাজারের ক্রোকারিজ ব্যবসায়ী মিজানুর রহমানের জুলেখা বেগম (৫৫) এবং তার মেয়ে রামগঞ্জ মডেল কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী তানহা মীম (১৯)। সহকারী পুলিশ সুপার (রায়পুর সার্কেল) জামিলুল হক বলেন, “কে বা কারা, কী কারণে মা-মেয়েকে হত্যা করেছে তাৎক্ষণিকভাবে জানা যায়নি। খবর পেয়ে ওসি ঘটনাস্থলে যান। পিবিআই ফরেনসিক টিমও ঘটনাস্থলে যায়। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।” স্থানীয়রা জানান, মিজান সোনাপুর বাজারের ক্রোকারিজ ব্যবসায়ী। বাড়ির পুরুষরা সবাই বাজারে...