সাম্প্রতিক সময়ে খুচরা বাজারে সবজির দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় ভোক্তা পর্যায়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে। আমাদের বিপণন ব্যবস্থায় প্রধান সমস্যা হলো, কৃষক তাঁর ন্যায্য দাম পান না এবং ভোক্তাদের অতিরিক্ত দাম দিয়ে ভোগ্যপণ্য কিনতে হয়।বর্তমান বাজারব্যবস্থার কারণে কৃষক ও ভোক্তা উভয়েই ঠকছেন, লাভবান হচ্ছে মধ্যস্বত্বভোগীরা। এখন বাজারব্যবস্থাকে যদি কৃষকের অনুকূলে নেওয়া যায়, তাহলে কৃষক ও ভোক্তা উভয়ই লাভবান হবেন। সবজির এই দাম বেড়ে যাওয়ার পেছনে বেশ কয়েকটি স্তরভিত্তিক সমস্যা কাজ করছে। এই মূল্যবৃদ্ধির জন্য মূলত পাঁচটি মুখ্য কারণ চিহ্নিত করা হয়েছে এবং একই সঙ্গে দাম নিয়ন্ত্রণে আনার জন্য সরকারকে বেশ কিছু উদ্যোগও নিতে হবে। যেমন— ১. হাতবদল ও দীর্ঘ বাজার শৃঙ্খল :উৎপাদিত স্থান থেকে ঢাকায় আসা এবং পরে পাইকার, কারওয়ান বাজার এবং সেখান থেকে রিটেইলারদের কাছে সবজি পৌঁছানো পর্যন্ত অনেক হাতবদল...