১০ অক্টোবর ২০২৫, ০৮:৫৭ এএম | আপডেট: ১০ অক্টোবর ২০২৫, ০৮:৫৭ এএম পিঠের জটিল চোট কাটিয়ে সাড়ে পাঁচ বছর পর ফিরে অভিষেক দাস দেখালেন ব্যাটে একটুও মরচে পড়েনি তার। যুব বিশ্বকাপজয়ী এই ব্যাটারের ঝড়ো ইনিংসেই হারের দুয়ার থেকে ঘুরে জাতীয় লিগ টি-টোয়েন্টির ফাইনালে উঠেছে খুলনা। এসময় অভিষেক পাশে পেয়েছিলেন নাহিদুল ইসলামকে। দুজন মিলে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে শঙ্কা উড়িয়ে খুলনাকে এনে দেন রোমাঞ্চকর জয়। সিলেটে প্রথম কোয়ালিফায়ার ম্যাচে শুক্রবার চট্টগ্রাম বিভাগকে ৪ উইকেটে হারায় তারা। ২০ ওভারে চট্টগ্রাম তোলে ৬ উইকেটে ১৪৮ রান। বৃষ্টিতে খুলনা ইনিংস আটকে যায় তৃতীয় ওভারে। পরে লক্ষ্য দাঁড়ায় ৯ ওভারে ৮১। সেই লক্ষ্যে ৫.১ ওভারে ৩০ রানেই ৬ উইকেট হারায় খুলনা। ২৩ বলে তখন তাদের প্রয়োজন ৫১ রান। প্রায় অসম্ভব হয়ে ওঠা সেই সমীকরণ মেলান নাহিদুল...