জ্যেষ্ঠ সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল বলেছেন, বুধবার দিন বিশ্বসাহিত্য কেন্দ্রে গোল টেবিল বৈঠক হয়েছিল। সেই গোল টেবিল বৈঠকের আয়োজক ছিল ‘সব প্রাণ’ নামের সংগঠন। সেখানে ড. ইউনূসের সরকার আসার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি বা মানবাধিকার যে পরিস্থিতি সেটা কেমন ছিল? তা নিয়ে আলোচনা হয়েছে। ওখানে ‘অধিকার’ যে সংগঠনটা আছে, তার একজন গবেষক অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন এবং সেখানে বলা হয়েছে যে, আসলে বাস্তবতাটা কি, দেশটা ভালো নয়, সেটা নানা তথ্য প্রমাণ দিয়ে বোঝানো হয়েছে। সেখানে প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন এবং তিনি বরাবর যা করেন, সবকিছু উড়িয়ে দেন এবং সরকারের পক্ষে যতটা পারেন বলেন এবং মানে অনেকটা উনাকে দেখলে, তার কথাবার্তা শুনলে আমার মাঝেমাঝে বিগত সরকারের ওবায়দুল কাদের অথবা হাছান মাহমুদের কথা মনে পড়ে যায়।যা-ই হোক,...