বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও ঊর্ধ্বমুখী হয়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হিসাব অনুযায়ী, দেশের মোট (গ্রস) রিজার্ভের পরিমাণ এখন ২৭ দশমিক ১২ বিলিয়ন ডলার। বৃহস্পতিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাবপদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী হিসাব করলে বর্তমানে রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ২৭.১২ বিলিয়ন ডলার। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত ৬ অক্টোবর রিজার্ভ ছিল ২৬.৮০ বিলিয়ন ডলার। অর্থাৎ মাত্র কয়েক দিনের ব্যবধানে রিজার্ভ বেড়েছে প্রায় ৩২ কোটি ডলার।...