নিহত জুলেখা রামগঞ্জের সোনাপুর বাজারের ক্রোকারিজ ব্যবসায়ী মিজানুর রহমানের স্ত্রী এবং মীম তাদের একমাত্র কন্যা। মীম রামগঞ্জ মডেল কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মিজানুর রহমান সোনাপুর বাজারের বড় ব্যবসায়ী। বৃহস্পতিবার বিকেলে পরিবারের পুরুষ সদস্যরা সবাই বাজারে ছিলেন। ওই সময় বাড়িতে শুধু জুলেখা ও মীম ছিলেন। সুযোগ বুঝে দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে মা-মেয়েকে জবাই করে হত্যা করে। পরে ঘরে থাকা প্রায় ৩০ ভরি স্বর্ণালংকার ও অন্যান্য মূল্যবান মালামাল নিয়ে পালিয়ে যায়। বাজার থেকে পরিবারের সদস্যরা বাড়িতে ফিরে এসে ঘরের মেঝেতে রক্তাক্ত অবস্থায় মা-মেয়ের মরদেহ পড়ে থাকতে দেখেন। তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে এবং পুলিশকে খবর দেয়। স্থানীয় ফারুক হোসেন নামের এক প্রত্যক্ষদর্শী বলেন, মা-মেয়েকে জবাই করে হত্যা করে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। ঘটনাটি খুবই...