ফিলিপাইনের মিন্ডানাও দ্বীপে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের পরপরই সুনামি সতর্কতা জারি করেছে দেশটির কর্তৃপক্ষ। ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র (ইএমএসসি) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূ-পৃষ্ঠ থেকে প্রায় ৬২ কিলোমিটার গভীরে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থাগুলো জানিয়েছে, ভূমিকম্পের পর আশঙ্কা করা হচ্ছে আফটারশক বা পরাঘাতের, যা ক্ষয়ক্ষতি আরও বাড়াতে পারে। উপকূলীয় এলাকাগুলোতে দ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন। এ ঘটনায় এখনো কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। তবে ভূমিকম্পের তীব্রতা এতটাই বেশি ছিল যে মিন্ডানাও অঞ্চলের বিভিন্ন স্থানে ভবন...