বিজ্ঞানের প্রচার ও প্রসারে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সায়েন্স ক্লাবের উদ্যোগে নাটোরের সিংড়ায় ব্যতিক্রমধর্মী সায়েন্স শো অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে নাটোরের সিংড়া উপজেলার বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এ আয়োজন হয়। শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চায় আগ্রহ জাগাতে আয়োজনটি শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে সাড়া ফেলেছে। অনুষ্ঠানে ‘লেজি বল’, ‘সিংগিং পাইপ’, ‘দৈত্যের ধোঁয়া’, ‘ফ্লেম টাচ’, ‘ভ্যানিশিং গ্লাস’-এর মতো আকর্ষণীয় ১০টিরও বেশি বৈজ্ঞানিক এক্সপেরিমেন্ট প্রদর্শিত হয়। প্রতিটি প্রদর্শনীর পর তাৎক্ষণিক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের পুরস্কৃত করা হয়। ক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. আবু জুবায়ের ও সুলাইমান, যুগ্ম-সাংগঠনিক সম্পাদক মো. ইয়াছিন খন্দকার ইমন এবং প্রচার সম্পাদক মাহমুদুল হক ভূঁইয়ার নেতৃত্বে ১২ সদস্যের একটি দল পুরো আয়োজনটি পরিচালনা করে। সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের সভাপতি মাজহারুল ইসলাম বলেন,...