কখনও নোয়াখালীর মানুষ কুমিল্লার সঙ্গে বিভাগে যুক্ত হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য-সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ। বৃহস্পতিবার (৯ অক্টোবর) নোয়াখালীর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে তিনি এ মন্তব্য করেছেন। আব্দুল হান্নান মাসউদ বলেন, নোয়াখালীর সন্তান হিসেবে আমরা নোয়াখালীকে বিভাগ হিসেবে চাই। কখনও নোয়াখালীর মানুষ কুমিল্লার সঙ্গে বিভাগে যুক্ত হবে না। সেই জায়গা থেকে আমরা সময়ের অপেক্ষা করছি, আন্দোলন করে যাচ্ছি। যখন এটি ভালোভাবে দাঁড়াচ্ছে তখন আমরা সামনে আসছি। তিনি আরও বলেন, নেতা হিসেবে আমি কোনো ভূমিকা রাখতে চাচ্ছি না, আমি নোয়াখালীর সন্তান হিসেবে ভূমিকা রাখতে চাচ্ছি। আমি নোয়াখালীর সন্তান হিসেবে বলছি, এটা কোনো রাজনৈতিক বিষয় না। আমরা মনে করি এটা আঞ্চলিক বিষয় এবং নোয়াখালীর যে ঐতিহ্য সেটার...