বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেছেন, রাজনৈতিক পরিবর্তনের সাফল্য শুধু নির্বাচনের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং তা নির্ভর করে আইনের শাসন, মৌলিক অধিকার, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা সংস্কারের ওপর। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বৃহস্পতিবার (৯ অক্টোবর) সিপিডি আয়োজিত ‘প্রস্তাবিত উচ্চকক্ষ কি জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ দলের জবাবদিহি নিশ্চিত করতে পারবে’ শীর্ষক জাতীয় সংলাপে তিনি এ কথা বলেন। ইউরোপীয় ইউনিয়ন সিপিডির এ গবেষণা কার্যক্রমে অর্থায়ন করেছে। রাষ্ট্রদূত মিলার বলেন, প্রশ্ন হলো, কীভাবে এই রাজনৈতিক পরিবর্তনের সাফল্য পরিমাপ করা যায়? এর উত্তর শুধু নির্বাচনে নয়, বরং সংস্কার বাস্তবায়নে নিহিত। এখানেই ‘জবাবদিহি বাড়াতে উচ্চকক্ষের ভূমিকা’ অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের প্রক্রিয়ায় সহায়তা করছে এবং আগামী বছরের শুরুতে অনুষ্ঠিতব্য নির্বাচনের প্রস্তুতিতে অংশীদার হিসেবে কাজ করছে। তিনি আরও বলেন,...