জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় পুলিশের ওপর হামলা করে আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ হামলায় এক এসআইসহ দুজন আহত হয়েছেন। হামলার ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। গত বুধবার রাত ৯টার দিকে পৌর শহরের সওদাগর পাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পৌর শহরের সওদাগর পাড়া এলাকার সুরুজ আলীর ছেলে লিটন মিয়ার (৪৫) বাড়িতে অভিযান চালায়। এ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ লিটন মিয়াকে আটক করে। পুলিশ লিটন মিয়াকে নিয়ে যাওয়ার সময় তার বাড়ির...