খুলনায় সবুজ খাঁ (৫৫) নামে এক ব্যবসায়ীকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে নগরীর খালিশপুর হাউজিং বাজার এলাকায় এ হত্যাকা-ের ঘটনা ঘটে। খালিশপুর থানার ওসি মীর আতাহার আলী এ তথ্য নিশ্চিত করেন। নিহত সবুজ খাঁ পেশায় ভাঙাড়ি ব্যবসায়ী ছিলেন। স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, সবুজ খাঁর সঙ্গে তার আপন ভায়রা ভাই কালাম ও শ্যালিকা নাজমা বেগমের সঙ্গে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। গতকাল সকাল ১০টার দিকে সবুজ খাঁ বাজার করার উদ্দেশ্যে সকাল ১০টার সময় বাসা থেকে বের হন। এ সময় পূর্ব বিরোধের জেরে ভায়রা ভাই কালাম, তার স্ত্রী নাজমা বেগম এবং তাদের ছেলে সোহেল, সুজন, সাগরসহ ৭-৮ জন তার ওপর ধারালো চাপাতি দিয়ে হামলা চালায়। এ সময় তারা সবুজ খাঁর ডান হাত, বাম হাতের কনুই,...