ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে রাজি হয়েছে ইসরায়েল ও হামাস। চুক্তি অনুযায়ী, উপত্যকাটিতে সংঘাত বন্ধের পাশাপাশি বন্দিবিনিময় করবে দুই পক্ষ। সমঝোতার ভিত্তিতে গাজায় নির্দিষ্ট এলাকা পর্যন্ত সেনা প্রত্যাহারও করবে ইসরায়েল। অপরদিকে, দুই পক্ষ যুদ্ধবিরতিতে রাজি হওয়ার খবরে আনন্দ–উল্লাস করছেন গাজার বাসিন্দারা। যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী হামাসের হাতে জিম্মি থাকা ব্যক্তিদের মুক্তি পাওয়ার সুযোগ আসবে বলে ইসরায়েলিদেরও উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গেছে। মিসরের পর্যটন শহর শারম আল শেখে চলমান আলোচনার তৃতীয় দিনে গত বুধবার যুদ্ধবিরতিতে রাজি হয় হামাস ও ইসরায়েল। এতে মধ্যস্থতাকারী হিসেবে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, কাতার, মিসর ও তুরস্ক। যুদ্ধবিরতিতে দুই পক্ষের রাজি হওয়ার খবর বুধবার রাতে প্রথম সামনে আনেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি লেখেন, ‘আমাদের শান্তি পরিকল্পনার প্রথম ধাপে ইসরায়েল ও হামাস—দুই পক্ষই সই করেছে। এর...