গত ৪ঠা অক্টোবর ছিল বিশ্ব প্রাণী দিবস এবং গত ২৯ জুলাই ছিল বিশ্ব বাঘ দিবস। ২০২৫ সালের বিশ্ব প্রাণী দিবসের প্রতিপাদ্য ছিল ‘প্রাণী বাঁচাও গ্রহ বাঁচাও’। প্রাণীদের রক্ষা করা কেবল তাদের কল্যাণের বিষয় নয়। এটি সবার জন্য টেকসই ভবিষ্যৎ গড়ে তোলার বিষয়। আর এবারের বিশ্ব বাঘ দিবসের থিম ছিল ‘অদিবাসী এবং স্থানীয় সম্প্রদায়কে কেন্দ্র করে বাঘের ভবিষ্যৎ সুরক্ষিত করা’। বিশ্বে আনুমানিক ৫.৫৭৪ বন্য বাঘ অবশিষ্ট রয়েছে। বাঘ দিবসের মূল উদ্দেশ্য হলো, বাঘ সংরক্ষণের জন্য সচেতনতা বৃদ্ধি এবং বাঘের প্রাকৃতিক আবাসস্থল রক্ষা করা। গত কয়েক বছর ২৯ জুলাই ‘বিশ্ব বাঘ দিবস’ উদযাপন করা হচ্ছে ঘটা করে। সম্প্রতি সুন্দরবনের বাঘের শুমারও হয়েছে। বংশ গৌরবে গরীয়ান, ব্রিটিশ সরকার প্রদত্ত ‘রয়াল’ খেতাবপ্রাপ্ত বনের রাজা বাঘ সম্প্রদায়ের এই অকাল অপসৃয়মাণ পরিস্থিতিতে বনের অন্যান্য সম্প্রদায়ের প্রাণিকুল...