গত বছরের ৫ আগস্টে দেশের পট পরিবর্তনের পর বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্টস্ (বিআরআইসিএম) এর বিদায়ী মহাপরিচালক ও প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মালা খানের অফিসের গোপন কক্ষের সন্ধান মিলে। ওই গোপন কক্ষ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড় সৃষ্টি হয়। এনিয়ে বিভিন্ন মিডিয়ায় সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। ওই সময় প্রতিবেদনে বলা হয়, রাজধানীর সাইন্সল্যাবে অবস্থিত বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্টের ভবনের চতুর্থ তলায় অফিস ছিল মালা খানের। তার সেই অফিস কক্ষের সাথেই একটি গোপন কক্ষের সন্ধান পাওয়া যায়। কক্ষটি এমনভাবে তৈরি করা হয়; যেখানে একই কক্ষের দুইটি দরজা। দুইদিক থেকেই প্রবেশ করা যায় সেখানে। শুধু তাই নয়; সেখানে পাওয়া যায় বিছানা, খাট, দুটি বালিশ, ফ্যাগনেন্সি টেস্টকিড এবং শারীরিক সম্পর্কজনিত বিভিন্ন দ্রব্যাদি এবং অনৈতিক কাজের নানা উপকরণ। সরকারি অফিসে এমন গোপন কক্ষ...