রাজধানীর মোহাম্মদপুর থানার লালমাটিয়া থেকে এক যুবককে মধ্যরাতে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। পরবর্তীতে অপহরণকারীরা ভুক্তভোগী ওই যুবককে মিরপুর মডেল থানায় আওয়ামী লীগের কার্যক্রমের সঙ্গে জড়িত থাকার তথ্য দিয়ে হস্তান্তর করে। যদিও লালমাটিয়া থেকে অপহরণের তথ্য জানা নেই মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) ঊর্ধ্বতন কর্মকর্তাদের। এ ঘটনায় একাধিক সিসিটিভি ফুটেজ হাতে এসেছে। সিসিটিভি ফুটেজ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, বুধবার রাত সাড়ে ১১টার দিকে লালমাটিয়া হাউজিং এলাকার লালমাটিয়া মহিলা কলেজের পেছনের সড়ক থেকে সাদা শার্ট ও হেলমেট পরিহিত এবং কালো শার্ট পরিহিত দুজন ব্যক্তি টেনে হিঁচড়ে এক ব্যক্তিকে জোর করে একটি সাদা প্রাইভেটকারে তুলে নেয়। এ সময় কয়েক গজ দূরেই তার মোটরসাইকেলটি পড়ে থাকতে দেখা যায়। সিসিটিভি ফুটেজে ভুক্তভোগীর হাতে একটি হেলমেট দেখা যায়। পরবর্তীতে স্থানীয়রা মোহাম্মদপুর থানায়...