আফগানিস্তানের রাজধানী কাবুলে পাকিস্তান বিমানবাহিনীর সন্ত্রাসবিরোধী অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন তেহরিক-ই-তালিবান পাকিস্তানের (টিটিপি) প্রধান নূর ওয়ালি মেসুদের নিহত হওয়ার গুঞ্জন ছড়িয়েছে। এই হামলাকে টিটিপির বিরুদ্ধে পাকিস্তানের কড়া পদক্ষেপের অংশ হিসেবে দেখা হচ্ছে। পাকিস্তান অবজারভার-এর এক প্রতিবেদনে জানানো হয়েছে, বৃহস্পতিবার (৯ অক্টোবর) দিবাগত মধ্য রাতে এই হামলা চালানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, বিমান হামলায় টিটিপি প্রধান নূর ওয়ালি মেসুদ এবং তাঁর ঘনিষ্ঠ সহযোগী ও ভবিষ্যতের সম্ভাব্য নেতা কারি সাইফুল্লাহ মেসুদসহ কয়েকজন জ্যেষ্ঠ সদস্যও নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। একটি সূত্র জানিয়েছে, হামলার সময় নূর ওয়ালি একটি গাড়িতে করে চলাফেরা করছিলেন এবং বিমান হামলায় গাড়িটি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। নিহত হওয়ার খবর এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত না হলেও, তিনি গুরুতর আহত হয়েছেন বলে বিভিন্ন মাধ্যমে খবর এসেছে। সম্প্রতি পাকিস্তানে টিটিপির একাধিক প্রাণঘাতী হামলার...