১০ অক্টোবর ২০২৫, ০৮:২৯ এএম | আপডেট: ১০ অক্টোবর ২০২৫, ০৮:২৯ এএম ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের সেপ্টেম্বর ২০২৫ মাসের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন উত্তরা পশ্চিম থানার ওসি আব্দুর রহিম মোল্লা। জুলাই ২০২৪ সালে নিরীহ ছাত্র জনতা হত্যা মামলার আসামি গ্রেপ্তার, চুরি-ছিনতাইসহ মাদক ব্যবসায়ীদের ধরতে ঝুঁকিপূর্ণ অভিযান পরিচালনার স্বীকৃতিস্বরূপ তিনি এ পুরস্কার অর্জন করেন। শ্রেষ্ঠ ওসি হিসেবে উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনারের কাছ থেকে তিনি পুরস্কার গ্রহণ করেন। থানা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে উত্তরা বিভাগের সেপ্টেম্বর মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয় দক্ষিণখান থানার কনফারেন্স রুমে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. মহিদুল ইসলাম পিপিএম (অতিরিক্ত ডিআইজি), উপ-পুলিশ কমিশনার (উত্তরা বিভাগ, ডিএমপি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহম্মদ আলী, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও...