১০ অক্টোবর ২০২৫, ০৮:২৪ এএম | আপডেট: ১০ অক্টোবর ২০২৫, ০৮:২৪ এএম সিলেটের বিশ্বনাথ পৌর শহরে বিএনপির দুই গ্রুপের মধ্যে প্রায় এক ঘণ্টাব্যাপী ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে থানার সামনে এ সংঘর্ষ শুরু হয়। স্থানীয় সূত্রে জানা যায়, সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী খালেদা জিয়ার উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা ও তারেক রহমানের পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবিরের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়। উভয় পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে। এতে পৌর শহরের দোকানপাট ও যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর টহল দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয়রা জানান, বিকেলে দৌলতপুর ইউনিয়নের হাবড়া বাজার এলাকায় হুমায়ুন কবিরের পক্ষ থেকে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভা...