১০ অক্টোবর ২০২৫, ০৮:১৯ এএম | আপডেট: ১০ অক্টোবর ২০২৫, ০৮:১৯ এএম লক্ষ্মীপুরের রামগঞ্জে ব্যবসায়ী ও অবসরপ্রাপ্ত সেনা সদস্য মিজানুর রহমানের স্ত্রী এবং মেয়েকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সন্ধ্যার পর থেকে রাত সাড়ে ১০টার মধ্যে উপজেলার ইছাপুর ইউনিয়নের উত্তর শ্রীরামপুর গ্রামের খান বাড়িতে এ হত্যাকাণ্ড ঘটে। নিহতরা হলেন—মিজানুর রহমানের স্ত্রী জুলেখা বেগম ও মেয়ে তানহা আক্তার মীম । নিহত তানহা রামগঞ্জ মডেল কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী। এ সময় ঘরে থাকা প্রায় ৩০ ভরি স্বর্ণালংকার লুট করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় মিজানুর রহমান তার ছেলে ফরহাদকে নিয়ে সোনাপুর বাজারে ব্যবসা প্রতিষ্ঠানে ছিলেন। বাড়িতে ছিলেন স্ত্রী ও মেয়ে। রাত পৌনে ১০টার দিকে ফরহাদ বাড়িতে ফিরে দ্বিতীয় তলায় মা...