যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গাজায় এখনও যেসব জিম্মি আটক আছেন, তাদের মুক্তি ১৩ বা ১৪ অক্টোবরের মধ্যে হতে পারে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) হোয়াইট হাউসে প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি এ তথ্য দেন।ট্রাম্প বলেন, জিম্মি মুক্তির প্রক্রিয়া খুব জটিল হলেও যুক্তরাষ্ট্র এ বিষয়ে কাজ করছে। তিনি আরও জানান, খুব শিগগিরই তিনি মিশর সফরে যাবেন, যেখানে একটি আনুষ্ঠানিক স্বাক্ষর অনুষ্ঠিত হবে।ট্রাম্প বলেন, গাজাকে ধীরে ধীরে পুনর্গঠন করা হবে এবং এতে একাধিক আন্তর্জাতিক অংশীদার যুক্ত থাকবে।তিনি বলেন, ৭ অক্টোবর হামাসের হামলাটি ছিল ভয়াবহ। কিন্তু এরপর গাজায় প্রায় ৭০ হাজার মানুষের প্রাণহানি ঘটেছে, যা একধরনের বড় প্রতিশোধ।কাবুলে বিস্ফোরণ, ক্ষয়ক্ষতি নিয়ে যা বললেন জবিউল্লাহ মুজাহিদট্রাম্প আরও দাবি করেন, গাজা যুদ্ধের সাম্প্রতিক অগ্রগতি যুক্তরাষ্ট্রের ইরানে সামরিক পদক্ষেপের সঙ্গেও সম্পর্কিত।মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইরানে যুক্তরাষ্ট্র-সমর্থিত হামলা খুব...