রাজধানীর বাজারে নিত্যপণ্যের দাম কয়েক মাস ধরেই ঊর্ধ্বমুখী। মাছ, মুরগি ও চালের পাশাপাশি এখন সবজির বাজারেও চড়া দাম ভোক্তাদের নাভিশ্বাস উঠিয়েছে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট, কারওয়ান বাজার ও টাউন হল এলাকায় ঘুরে দেখা গেছে, প্রায় সব ধরনের সবজির দাম কেজিতে ২০ থেকে ৩০ টাকা বেড়েছে। বৃষ্টি ও সরবরাহ কমে যাওয়ায় এই ঊর্ধ্বগতি দেখা দিয়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা। গত দুই সপ্তাহে সরবরাহ এলাকায় প্রায় প্রতিদিনই বৃষ্টি হওয়ায় সবজির পরিমাণ কমে গেছে। এর সঙ্গে দুর্গাপূজা উপলক্ষে ভারত থেকে কাঁচা মরিচ ও টমেটো আমদানি বন্ধ থাকায় ওই দুই পণ্যের দাম আরও বেড়ে যায়। সপ্তাহের মাঝামাঝি সরবরাহ কিছুটা বাড়লেও দাম এখনো উচ্চ পর্যায়ে। দুই সপ্তাহ আগে কাঁচা মরিচের কেজি ছিল ১৮০ থেকে ২০০ টাকা। গত সপ্তাহে তা এক লাফে বেড়ে দাঁড়ায় ৪০০...