যশোর সদর উপজেলায় দুপক্ষের সংঘর্ষে চঞ্চল হোসেন গাজী (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন। গতকাল বেলা ১১টার দিকে উপজেলার ডাকাতিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হচ্ছেন নিহত চঞ্চল হোসেনের বাবা মধু গাজী (৫০), মা হাসিনা বেগম (৪৫), জামাল উদ্দিন গাজী (৩৫), রবিউল ইসলাম গাজী (৩৫), তার ছেলে মুন্না গাজী (১৮) ও বিল্লাল হোসেন গাজী (৩৯)। যশোর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হাসান জানান, সম্প্রতি নিহত চঞ্চলের একটি ইজিবাইক চুরি হয়। তিনি ও তার পরিবার এজন্য রবিউল গাজী ও তার ছেলেকে দায়ী করেন। গতকাল সকালে এ নিয়ে দুপক্ষের...