নওগাঁয় গত ২৪ ঘণ্টায় পৃথক তিনটি স্থান থেকে তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে রয়েছেন এক যুবক, এক বৃদ্ধ ও ৯ বছরের এক শিশুকন্যা। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সকালে রানীনগর উপজেলার পারইল গ্রামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত যুবকের নাম মেহেদী (২৯), তিনি ওই গ্রামের মোখলেছার রহমানের ছেলে। রানীনগর থানার পরিদর্শক (তদন্ত) বাবলু হোসেন বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।’ এরপর সকাল সাড়ে ১০টার দিকে জেলার সাপাহার উপজেলার পিছলডাঙ্গা গ্রামের দক্ষিণে একটি খালে হাত-পা বাঁধা অবস্থায় এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়। নিহতের নাম নুরুল ইসলাম (৭৩)। স্থানীয়রা জানান, গত বুধবার ভোরে ফজরের নামাজ পড়তে বাড়ি থেকে বের...