পার্বত্য চট্টগ্রামে বাঙালি সম্প্রদায়ের সাংবিধানিক অধিকার আদায়ের দাবিতে ১৩ অক্টোবর বান্দরবানে সকাল-সন্ধ্যা হরতাল ঘোষণা করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ। গতকাল বৃহস্পতিবার সকালে বান্দরবানের একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কাজী মো. মজিবুর রহমান এ ঘোষণা দেন। তিনি বলেন, ‘আট দফা দাবিতে আমরা এই হরতালের ডাক দিয়েছি।’ সংগঠনের আট দফা দাবির মধ্যে রয়েছে ব্রিটিশ সরকার রচিত পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি ১৯০০ বাতিল করে সংবিধান অনুযায়ী নতুন শাসনব্যবস্থা চালু, রাজার...