গাজার সঙ্গে যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মতি জানিয়েছে ইসরাইলের মন্ত্রিসভা। আগামী এক দিনের মধ্যেই এই যুদ্ধবিরতি কার্যকর হবে বলে জানা গেছে। তিন দিনের মধ্যে ধাপে ধাপে মুক্তি দেওয়া হবে জিম্মিদের। ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, এই চুক্তি দেশটির জন্য কূটনৈতিক ও নৈতিকভাবে একটি গুরুত্বপূর্ণ অর্জন। মন্ত্রিসভা বৈঠকের আগে জেরুজালেমে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জারেড কুশনারের সঙ্গে আলোচনা করেন নেতানিয়াহু। ওই বৈঠকে গাজায় বন্দিদের মুক্তি ও সংঘাতের অবসান বিষয়ে প্রস্তাবের ওপর মতামত নেওয়া হয়। পরবর্তীতে মন্ত্রিসভা বৈঠকে সেটি অনুমোদন পায়। নেতানিয়াহুর এক্স (টুইটার) অ্যাকাউন্টে বলা হয়েছে, সরকার জীবিত ও...