এই বিশেষ বিসিএসের মাধ্যমে মোট ৬৮৩টি শূন্যপদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। পিএসসির তথ্য অনুযায়ী, তিন লাখ ১২ হাজারের বেশি আবেদন জমা পড়েছে। গড়ে প্রতি পদে প্রায় ৪৫৬ জন প্রার্থী প্রতিযোগিতা করছেন। শিক্ষা ক্যাডারে দীর্ঘদিন ধরে শিক্ষক সংকট দেখা দেওয়ায় পিএসসি গত ২১ জুলাই বিশেষ এই বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে। পরদিন ২২ জুলাই থেকে শুরু হয় অনলাইন আবেদন গ্রহণ, যা শেষ হয় ২২ আগস্ট। আবেদনকারীরা ২৫ আগস্ট রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ফি জমা দেওয়ার সুযোগ পান। এই পরীক্ষায় সাধারণ প্রার্থীদের আবেদন ফি ধরা হয় ২০০ টাকা, আর ক্ষুদ্র জাতিগোষ্ঠী, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য নির্ধারণ করা হয় ৫০ টাকা। অংশগ্রহণের যোগ্যতা নির্ধারণ করা হয় ২১ থেকে ৩২ বছর বয়সীদের জন্য। বিজ্ঞপ্তি অনুযায়ী, সরকারি সাধারণ কলেজে ৬৫৩ জন এবং সরকারি...