গতকাল বৃহস্পতিবার খুলনার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান, দাকোপের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসমত হোসেন এবং জেলা কৃষি কর্মকর্তা মো. নজরুল ইসলাম ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেন। এ সময় ক্ষতিগ্রস্ত ১৫০ পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়। জানা গেছে, গত মঙ্গলবার মধ্যরাতে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ৩১ নম্বর পোল্ডারের তিলডাঙ্গা ইউনিয়নের বটবুনিয়া বাজারের পশ্চিম পাশে হরিসভা মন্দিরসংলগ্ন এলাকায় ঢাকি নদীর জোয়ারের অতিরিক্ত চাপে প্রায় ২৫ মিটার ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ ভেঙে যায়। সকালে ভাটার সময় জিও টিউবে বালু ভরে বাঁধ মেরামতের চেষ্টা করা হলেও ব্যর্থ হয়। দুপুরের জোয়ারে পানি পুনরায় এলাকায় প্রবেশ করে এবং ভাঙন বেড়ে ৪০ মিটারে পৌঁছায়। এতে উত্তর কামিনীবাসিয়া, বটবুনিয়া, নিশানখালী ও আড়াখালী এলাকার ঘরবাড়ি, মৎস্য ঘের, পুকুর এবং প্রায় তিন হাজার বিঘা জমির আমন ফসল পানিতে তলিয়ে ব্যাপক...