দুই বছরের রক্তক্ষয়ী সংঘাত, ধ্বংসযজ্ঞ এবং অকল্পনীয় মানবিক বিপর্যয়ের পর গাজায় শান্তির সম্ভাবনা দেখা দিয়েছে। ইসরায়েল ও হামাস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ২০ দফা শান্তি পরিকল্পনার প্রথম ধাপে সম্মত হয়েছে। এ চুক্তির ফলে জিম্মি ও বন্দি মুক্তির পথ খুলেছে, যা গাজা ও ইসরায়েলের জনগণের জন্য একটি গভীর স্বস্তির মুহূর্ত হিসেবে বিবেচিত হচ্ছে। তারা গত বুধবার রাতেই এ ঘোষণা আসার পর উল্লাসে ফেটে পড়েন। মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার এ প্রথম পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন বিশ্ব নেতারাও। গত বুধবার রাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ঘোষণা করেন, ইসরায়েল ও হামাস তার প্রস্তাবিত শান্তি পরিকল্পনার প্রথম পর্যায়ে স্বাক্ষর করেছে। এ চুক্তির অধীনে হামাসের হাতে থাকা জিম্মিদের মুক্তি দেওয়া হবে এবং ইসরায়েল নির্ধারিত সীমারেখায় তাদের সেনা প্রত্যাহার করবে। ট্রাম্পের...