বাবা ও মাকে হত্যার পর তাদের লাশ ঘরের মেঝেতে পুঁতে রাখার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে ময়মনসিংহের ত্রিশাল থানা-পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার বৈলর বাসকুঁড়ি গ্রাম থেকে মোহাম্মদ আলী (৬৫) ও বানু বেগমের (৫৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পাশাপাশি অভিযুক্ত ছেলে রাজু আহমেদকে (৩৫) আটক করেছে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গত বুধবার দিনের কোনো এক সময় রাজু তার মাকে গলা টিপে এবং মাঝরাতে তার বাবাকে কুড়াল দিয়ে আঘাত করে হত্যা করেন। এরপর লাশ দুটি বসতঘরে গর্ত খুঁড়ে পুঁতে রাখেন। বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে স্থানীয়দের সন্দেহ হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। স্থানীয় বাসিন্দা আকরাম হোসেন বলেন, ‘বুধবার রাতে মোহাম্মদ আলী আমাদের সঙ্গে এশার নামাজ পড়েছেন। কিন্তু বৃহস্পতিবার ফজর ও জোহরের নামাজে তিনি মসজিদে আসেননি। এতে আমাদের সন্দেহ হয়।’...