গত রবিবার বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে মৃত্যু হয় বরগুনা সদর উপজেলার ৭ নম্বর ঢলুয়া ইউনিয়নের ডালভাঙা গ্রামের বাসিন্দা তোফায়েল আহমেদের। ৩ জুলাই ঢাকার একটি হাসপাতালে ডেঙ্গুতে মারা যান কুমিল্লার দাউদকান্দি উপজেলার দক্ষিণ সতানন্দি গ্রামের রুমা আক্তার। এর আগে ৯ আগস্ট পিরোজপুরের নেছারাবাদ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যান বালিহারি গ্রামের বাসিন্দা আসমা আক্তার (৩০)। শুধু এ তিনজনই নয়, চলতি বছর জানুয়ারি মাস থেকে গতকাল বৃহস্পতিবার (৯ অক্টোবর) পর্যন্ত দেশের গ্রামাঞ্চলে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে অন্তত ৮৩ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে অন্তত ৩৮ হাজার ৪৬৬ জন। এ সময় সারা দেশে ডেঙ্গু আক্রান্তের মোট সংখ্যা ৫২ হাজার ৮৮৫ জন। সেই হিসাবে ৭৩ শতাংশ ডেঙ্গু আক্রান্তই সিটি করপোরেশনের বাইরের। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে রাজধানীতে ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর যে সংখ্যা দেখানো হয়, তার...