পাঁচটি ইসলামী ব্যাংক একীভূত করে ‘ইন্টার ইউনাইটেড ইসলামী ব্যাংক’ নামে একটি শরিয়াহভিত্তিক ব্যাংক গঠনের প্রস্তাব অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে এটি রাষ্ট্রীয় মালিকানাধীন থাকবে এবং অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এর তত্ত্বাবধানে থাকবে। পরবর্তী সময়ে উপযুক্ত সময়ে ব্যাংকটি বেসরকারি মালিকানায় হস্তান্তর করা হবে। একীভূতকরণে কোনো কর্মীর চাকরি বা গ্রাহকের আমানতের ক্ষতি হবে না বলে নিশ্চিত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’-এর ৫০টি ধারা সংশোধন, ‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ’, ‘জাতীয় উপাত্ত ব্যবস্থাপনা অধ্যাদেশ’ এবং ব্যাংক ও বীমা খাতে আমানত সুরক্ষা আইনের সংশোধনের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। একীভূত হবে যে ৫ ব্যাংক : একীভূত হওয়া ব্যাংকগুলো হলো ফার্স্ট সিকিউরিটি...