রাজধানীর মালিবাগের ফরচুন শপিং মলে একটি জুয়েলারি দোকানের তালা ভেঙে প্রায় ৫০০ ভরি স্বর্ণ চুরির ঘটনা ঘটেছে। গত বুধবার রাতে মৌচাক মোড়ের ফরচুন শপিং মলের দোতলায় অবস্থিত ৩৪ নম্বর দোকান ‘শম্পা জুয়েলার্স’-এ চুরির এ ঘটনা সংঘটিত হয়। তবে এ ঘটনায় জড়িত ব্যক্তিদের এখনো শনাক্ত করা যায়নি। এর আগে গত রবিবার যাত্রাবাড়ীতে একটি জুয়েলারি দোকানে চুরি হয়। পুলিশ সূত্রে জানা গেছে, রাত আনুমানিক ৩টার দিকে এই দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। শপিং মলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় দেখা গেছে, বোরকা পরিহিত দুই ব্যক্তি দোকানের তালা কেটে ভেতরে প্রবেশ করে। তাদের শনাক্ত করতে পুলিশের অভিযান চলমান রয়েছে। দোকানের মালিক অচিন্ত কুমার বিশ্বাস বলেন, ‘প্রতিদিনের মতো বুধবার রাত ৯টার দিকে দোকান বন্ধ করে বাড়ি যাই। সকালে শপিং মলের দারোয়ান ফোন করে জানান, দোকানে চুরি হয়েছে।...