জাতিসংঘ আর্থিক সংকটের কারণে আগামী মাসগুলোয় বিশ্বব্যাপী ৯টি শান্তিরক্ষা মিশনে শান্তিরক্ষী সংখ্যার প্রায় এক-চতুর্থাংশ হ্রাস করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। তিনি রয়টার্সকে বলেন, ‘যুক্তরাষ্ট্র থেকে তহবিলপ্রাপ্তির বিষয়ে অনিশ্চয়তা এ সিদ্ধান্তের প্রধান কারণ।’ পরিচয় প্রকাশ না করার শর্তে গত বুধবার রয়টার্সের সঙ্গে আলাপকালে ওই কর্মকর্তা বলেন, ‘আমাদের মোট শান্তিরক্ষী সেনা ও পুলিশ বাহিনীর প্রায় ২৫ শতাংশকে তাদের নিজ দেশে ফেরত পাঠাতে হবে। এ সিদ্ধান্ত শুধু সেনা ও পুলিশের ওপরই নয়, বরং শান্তিরক্ষা মিশনের সরঞ্জাম এবং বিপুলসংখ্যক বেসামরিক কর্মীদের ওপরও প্রভাব ফেলবে।’ ওই কর্মকর্তা আরও জানান, জাতিসংঘের শান্তিরক্ষা মিশনগুলোর জন্য সবচেয়ে বেশি তহবিল সরবরাহ করে যুক্তরাষ্ট্র, যার পরিমাণ মোট তহবিলের ২৬ শতাংশেরও বেশি। এরপর চীন প্রায় ২৪ শতাংশ তহবিল জোগান দেয়। এ অর্থ স্বেচ্ছাভিত্তিক নয়, বরং জাতিসংঘের সদস্যরাষ্ট্রগুলোর...