অচিন্ত্য কুমার বলেন, ‘আমার সব শেষ হয়ে গেছে। তিল তিল করে এই পর্যন্ত আসছিলাম। এক রাতে আমার সব নিয়ে গেল। দারোয়ানরা (মার্কেটের নিরাপত্তারক্ষীরা) এই চুরির সঙ্গে জড়িত থাকতে পারে।’এর আগে গত ৫ অক্টোবর রাতে যাত্রাবাড়ী চৌরাস্তাসংলগ্ন রায়হান সুপার মার্কেটের দ্বিতীয় তলায় ‘লিলি গোল্ড হাউস’ নামে একটি স্বর্ণের দোকানে চুরি হয়। দোকানের পাশের একটি দেয়াল ভেঙে চোররা প্রায় ১২৫ ভরি স্বর্ণালংকার ও আড়াই লাখ টাকা নিয়ে যায় বলে অভিযোগ করেন দোকান মালিক জাবির হোসেন। তার ভাষ্য অনুযায়ী, ৫ অক্টোবর রাত ৯টা থেকে ৬ অক্টোবর সকাল ১০টার মধ্যে কোনো এক সময়ে চোররা পাশের ৩ নম্বর দোকানের দেয়াল ভেঙে ২ নম্বর দোকানে প্রবেশ করে। তারা দোকানের ভল্টে থাকা ১২৫ ভরি স্বর্ণালংকার এবং ২ লাখ ৫০ হাজার টাকা নিয়ে যায়। জাবির হোসেন বলেন, ‘দোকানে...