মানুষ পুণ্য অর্জন করে পরকালের শান্তিময় জীবনের জন্য। পুণ্য যে শুধু পরকালেই উপকৃত করবে, তা নয়। পুণ্যের প্রভাব পড়ে পার্থিব জীবনেও। তাই বেশি বেশি পুণ্য অর্জনের বিকল্প নেই। তবে কিছু কাজের মাধ্যমে মানুষের অর্জিত ও সঞ্চিত পুণ্য নষ্ট হয়ে যায়। এমন একটি কাজ হচ্ছে গিবত বা পরনিন্দা। এটা মানুষের অন্তরে লুকিয়ে থাকা এক প্রকার বিষ, যা মানুষের নেক আমলগুলো ধ্বংস করে দেয়। মানুষ কথার মাধ্যমে, অন্তরে ধারণা করে, ইশারা ইঙ্গিতে, অঙ্গভঙ্গি প্রকাশ করে এবং লেখনীর মাধ্যমে গিবত করে থাকে। আধুনিক যুগে ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ও প্রিন্ট মিডিয়া ব্যবহারের মাধ্যমেও গিবত প্রকাশ পায়। মদ্যপান, ব্যভিচার ও সুদ-ঘুষের ন্যায় গিবতও একটি কবিরা গুনাহ। অন্যান্য কবিরা গুনাহ সম্পর্কে মানুষ যতটুকু সতর্কতা অবলম্বন করে, গিবতের ক্ষেত্রে সেরকম সতর্কতা দেখা যায় না। এটি হাক্কুল ইবাদের...