মাহবুবুর রহমান বলেন, ১৯৯১ সালেও কিন্তু অল্প সময়ের জন্য অন্তর্বর্তী সরকার ছিল। তখন কিন্তু আমরা করেছি। আমরা যদি ওই সময়ে সংবিধান সংস্কার করতে পারি এবং আমরা একটা মৌলিক পরিবর্তন এনেছি। মানে রাষ্ট্রপতি শাসন ব্যবস্থা থেকে দ্বাদশ সংশোধনীর মাধ্যমে আমরা সংসদীয় ব্যবস্থায় এসেছি। এখন কেন আমরা ওই প্রক্রিয়ার মধ্য দিয়েই একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে আসতে পারব না? তখন তো আমাদের রেফারিও ছিল না ঐকমত্য কমিশন বা সরকারের মতো। তখন কিন্তু রাজনৈতিক দলগুলো একমত হয়ে খুব সহজেই তিন মাসের মধ্যে কমপ্লিট করতে পেরেছে। সুতরাং একটা প্রক্রিয়া তো প্রতিষ্ঠিত। কাজেই নতুন বিতর্কে না গিয়ে আমরা একটা সাংবিধানিক গণভোট আগে করেছি। সেই একই পদ্ধতিতে করি না কেন?অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রক্রিয়ারাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতের সংস্কার প্রস্তাব তৈরির জন্য গত বছরের অক্টোবরের প্রথম সপ্তাহে ছয়টি সংস্কার কমিশন গঠন...