চাঁদপুর-৫ (শাহরাস্তি-হাজীগঞ্জ) সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে প্রার্থীদের প্রচার প্রচারণা অব্যাহত। বিএনপি, জামায়াত ও ইসলামী আন্দোলনের প্রার্থীরা প্রত্যন্ত অঞ্চলের ভোটারদের সঙ্গে কথা বলছেন এবং ভোট দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছেন।এই আসনটিতে টানা চার বার সংসদ সদস্য ছিলেন পতিত আওয়ামী লীগ সরকারের প্রার্থী মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম। বিএনপির স্থানীয় নেতাদের মধ্যে অনৈক্য থাকায় মনোনয়ন প্রার্থীদের মধ্যে এখনো শঙ্কা এবং বিভাজন রয়েছে। তবে একক প্রার্থী হিসেবে মাঠ চষে বেড়াচ্ছেন জামায়াত মনোনীত প্রার্থী। প্রচারণায় রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং আলোচনায় রয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী। বিএনপির মনোনয়নপ্রত্যাশী, জামায়াত ও ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী এবং তাদের অনুসারীদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। জেলা নির্বাচন কর্মকর্তা কার্যালয়ের সর্বশেষ তথ্যানুযায়ী এই নির্বাচনী এলাকার দুটি উপজেলায় পুরুষ ভোটার সংখ্যা...