বাংলাদেশ ক্রমবর্ধমান মানসিক স্বাস্থ্য সমস্যা সংকটের মুখোমুখি। দেশের প্রায় ১৫টি জেলায় সরকারি বা বেসরকারি পর্যায়ের মানসিক স্বাস্থ্যসেবা এক প্রকার অনুপস্থিত। অন্যদিকে বাকি জেলাগুলোর মধ্যে ঢাকা, পাবনা ও কয়েকটি বড় শহর বাদ দিলে নামমাত্র মানসিক চিকিৎসাসেবা বিদ্যমান। এমন পরিস্থিতিতে সরকার অপারেশনাল প্ল্যান বাদ দেওয়ায় প্রাথমিক স্বাস্থ্যসেবায় মানসিক রোগ অন্তর্ভুক্তি সম্ভব হয়নি। ফলে দেশের সাধারণ মানুষের মানসিক স্বাস্থ্যসেবা পাওয়ার সুযোগ রুদ্ধ হয়ে পড়েছে। অথচ দেশের ৩ লাখ মানসিক স্বাস্থ্যসেবাপ্রত্যাশীর বিপরীতে মাত্র একজন চিকিৎসক রয়েছেন।বিশেষজ্ঞরা বলছেন, দেশের মানসিক স্বাস্থ্যসেবার প্রধান চ্যালেঞ্জগুলোর মধ্যে রয়েছে মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে সরকারের প্রচণ্ড অনীহা, মানসিক স্বাস্থ্য চিকিৎসকের তীব্র অভাব, ব্যাপক সামাজিক প্রতিবন্ধকতা, সেবার সহজলভ্যতা না থাকা এবং মানসিক সুস্থতার ওপর প্রভাব ফেলে এমন আর্থসামাজিক কারণগুলো। এমনকি স্বাস্থ্য সংস্কার কমিশনের প্রতিবেদনেও মানসিক স্বাস্থ্য গুরুত্ব পায়নি।২০১৯ সালের পরিচালিত একটি জরিপে...