রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র আবারও বিতর্কের মুখে। এবার কেন্দ্রবিন্দুতে আছেন ব্রাজিলিয়ান মডেল আনা সিলভা, যিনি সম্প্রতি তার ব্যক্তিগত অভিজ্ঞতা প্রকাশ করেছেন। আনা বর্তমানে ইংল্যান্ডে বসবাস করছেন এবং তার অভিজ্ঞতা শেয়ার করেছেন ফাঁস হওয়া বার্তা, অডিও রেকর্ডিং ও নিজের প্রতিফলনের মাধ্যমে। আনা স্পষ্ট করেছেন, তার দৃষ্টিতে ভিনিসিয়াসের আচরণ হতাশাজনক ছিল।“ভিনিসিয়াস শুধু যৌন সম্পর্কের কথা ভাবছে… বারবার অশ্লীল ছবি পাঠাচ্ছিল। তার শুধু যৌন কথাবার্তা দরকার, আর কিছু নয়,” আনা বলেছেন। আনা নিজেকে স্যাপিওসেক্সুয়াল হিসেবে পরিচয় দিয়েছেন, অর্থাৎ তার আকর্ষণ মানসম্পন্ন কথোপকথন ও বুদ্ধিবৃত্তিক সংযোগের ওপর নির্ভর করে। তিনি জানিয়েছেন, ভিনিসিয়াস কথোপকথন চালাতে পারে না, শুধু যৌন বিষয়েই মনোযোগী। অডিও রেকর্ডিং-এ আনা আরও বলেছেন, “আমি সেই নারী নই যে কোনও কারণ ছাড়াই ভিডিও পাঠাবে। তুমি শুধু চাইলে আমার সঙ্গে যোগাযোগ করো এবং...