বরিশালে স্ত্রী হত্যা মামলায় স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে বরিশাল জেলা ও দায়রা জজ শেখ ফারুক হোসেন এ আদেশ দেন। রায় ঘোষণার সময় আসামি পলাতক ছিলেন।আদালতের বেঞ্চ সহকারী মো. কামরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, দণ্ডপ্রাপ্ত সুমন রায় বরিশালের বানারীপাড়া উপজেলার তেঁতলা ৬ উদয়কাঠি গ্রামের সুধীর রঞ্জন রায়ের ছেলে। তাকে গ্রেপ্তারে পরোয়ানা জারি করা হয়েছে।আদালত সূত্রে জানা গেছে ঘটনার পাঁচ বছর আগে সুমনের সঙ্গে বিয়ে হয় গোপালগঞ্জের কোটালীপাড়া নয়াকান্দী গ্রামের বিবেক সমাদ্দারের বোন বিথী সমাদ্দারের (২৮)। দাম্পত্ত জীবনে তাদের একটি কন্যা সন্তান রয়েছে। পারিবারিক কলহের জের ধরে গত বছরের ১১ ফেব্রুয়ারি স্ত্রী বিথী সমাদ্দারকে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখমক করে সুমন রায়।...