চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, ব্রেস্ট ক্যানসার নারীদের মধ্যে অন্যতম প্রাণঘাতী রোগ হলেও সময়মতো স্ক্রিনিং, পরামর্শ ও চিকিৎসা গ্রহণ করলে এটি সম্পূর্ণ নিরাময়যোগ্য।বৃহস্পতিবার (৯ অক্টোবর) পার্কভিউ হসপিটাল লিমিটেড আয়োজিত এক সচেতনতামূলক বৈজ্ঞানিক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পার্কভিউ হসপিটালের সিনিয়র কনসালট্যান্ট (সার্জারি বিভাগ) ডা. এ কে এম ফজলুল হক।ডা. শাহাদাত বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশন স্বাস্থ্যখাতে ক্লিন, গ্রিন ও হেলদি সিটি গঠনে কাজ করছে। ব্রেস্ট ক্যানসার সচেতনতার অংশ হিসেবে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনাকে গোলাপি আলোয় আলোকিত করা হয়েছে। মেডিকেল কলেজ চত্বর থেকে প্রবর্তক মোড়, সার্কিট হাউস এলাকা ও চট্টেশ্বরী এলাকা পর্যন্ত এই উদ্যোগ বাস্তবায়িত হয়েছে। প্রথমদিকে অনেকেই এটিকে উৎসব মনে করেছিলেন, পরে সবাই বুঝেছেন এটি ব্রেস্ট ক্যানসার সচেতনতার প্রতীক। এর...